gtag('config', 'G-H0D4LPN61P'); রমজান মাসে সহবাস করা যাবে কি? রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম

রমজান মাসে সহবাস করা যাবে কি? রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম

রমজান মাসে সহবাস করা যাবে কি? রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম

জবাব: আল্লাহ তাআলা বলেন,

ﺃُﺣِﻞَّ ﻟَﻜُﻢْ ﻟَﻴْﻠَﺔَ ﺍﻟﺼِّﻴَﺎﻡِ ﺍﻟﺮَّﻓَﺚُ ﺇِﻟَﻰ ﻧِﺴَﺎﺋِﻜُﻢْ ﻫُﻦَّ ﻟِﺒَﺎﺱٌ ﻟَﻜُﻢْ ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻟِﺒَﺎﺱٌ ﻟَﻬُﻦَّ ﻋَﻠِﻢَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻧَّﻜُﻢْ ﻛُﻨْﺘُﻢْ ﺗَﺨْﺘَﺎﻧُﻮﻥَ ﺃَﻧْﻔُﺴَﻜُﻢْ ﻓَﺘَﺎﺏَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻭَﻋَﻔَﺎ ﻋَﻨْﻜُﻢْ ﻓَﺎﻟْﺂَﻥَ ﺑَﺎﺷِﺮُﻭﻫُﻦَّ ﻭَﺍﺑْﺘَﻐُﻮﺍ ﻣَﺎ ﻛَﺘَﺐَ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻜُﻢْ

সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবূল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। (বাকারা ২:১৮৭)

আল্লাহ তাআলা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত স্ত্রীসহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে। কেননা, রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্নের বিষয়গুলো বর্তাবে-

১। সে গুনাহগার হবে।

২। তার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে।

৩।সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।

৪। সেই দিনের রোজার কাযা করা ওয়াজিব হবে।

৫। সেই দিনের রোজার  কাফফারা ওয়াজিব হবে অর্থাৎ লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu