উত্তর:
১) একজন নাস্তিক সাধারণত কোনো সৃষ্টাই বিশ্বাসী নয়। তাই কখনোই এক ধর্মের প্রতি বেশি পক্ষপাতী আর অন্য ধর্মের জন্য কঠোর হবে না।
২) নাস্তিকদের দৃষ্টিতে সব ধর্মের অধিকার সমান পাবে।কারন নাস্তিকরা মানবতা পালনকারী।
৩) নাস্তিকরা সর্বদা সত্য কথাই বলবে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করবে না।
৪) একজন নাস্তিক চাইবে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করতে। বিবাহের সঙ্খলা থাকবে। যাতে করে একজন পিতার কাছে একজন মেয়ে সম্মানের সাথে মেয়ের মতই থাকতে পারে।এমন নয় যে নাস্তিক নিজেই তার মেয়েকে বিয়ে করবে।
৫) একজন নাস্তিক পিতামাতার প্রতি সৎ ও কমল ব্যবহার করবে। এমন নয় যে মদ খাওয়ার টাকার জন্য পিতামাতাকে ধারধোর করবে।
৬) একজন নাস্তিক জ্ঞান বিজ্ঞানের উন্নতি করবে। এবং মানুষের সেবার কাজে নিয়জিত হবে। এমন নয় যে পৃথিবী থেকে মানুষ কমানোর জন্য মানুষ খুন করবে।
৭) একজন নাস্তিক খুন,ডাকাতি,লুট-টরাজ চালাবে না। বরং অবহেলিত আর্থিক ভাবে অভাগ গ্রস্থ লোকের পাশে দাড়াবে।
৮) একজন নাস্তিক ধর্ম নিয়ে বারবারি করবে না। সত্য ধর্ম খুজার নামে কখনোই ধর্ম বিদ্বেষীতা করবে না।
৯) নাস্তিকরা কখনোই অন্যের দুষ খুজে বেরাবে না।এমন নয় যে নিজে দুষ করলে সেটা দুষ না,আর অন্য কেউ দুষ করলেই সে অপরাধী।
১০) নাস্তিকরা সব সময় বুঝের মতো কথা বলবে। এমন নয় যে একটা জিনিস বুঝেও না বুঝার ভান করে থাকবে।
উপরত্ত সব কয়টা বিষয় যাদের মাঝে থাকবে তারাই প্রকৃত নাস্তিক। বাকি সবাই ধর্মাম্বলি। কেউ দাংগা হাংগামা বাজানোর জন্যও নিজেকে নাস্তিক বলে দাবী করে থাকে, কিন্তু তারা ধোকাবাজ প্রতারক। নাস্তিকতার নাম করে নিজের ধর্মের প্রমোট করাতে চাই।এবং তাদের কে কিছু বুঝাইলেও তারা না বুঝার ভান করে থাকে। তাই প্রকৃত নাস্তিক কে সবাই বুঝতে চেষ্টা করুন।
0 মন্তব্যসমূহ