gtag('config', 'G-H0D4LPN61P'); দিরিলিস আর্তুগ্রুল দেখা কি জায়েজ?

দিরিলিস আর্তুগ্রুল দেখা কি জায়েজ?

দিরিলিস আর্তুগ্রুল ও ইউসুফ জুলেখা মুভি দেখা হারাম?

দিরিলিস আর্তুগ্রুল/ইউসুফ-জুলেখা নামের ইসলামি মুভি গুলা থেকে বিরত থাকুন। 

এগুলো হচ্ছে "নেক সুরাতে শয়তানের ধোঁকা"। এগুলা ফিতনা। নিঃসন্দেহে হারাম। ইসলামি শরিয়তে নারীদের পর্দা বাধ্যতামূলক (ফরয), অথচ এই মুভি গুলাতে নারীদের খুব আকর্ষীয়ভাবে বেপর্দায় উপস্থাপন করা হয় 

(১)। আর পুরুষদের জন্য স্ত্রী ছাড়া বাকি নারীদের দিকে দৃষ্টি দেওয়া কবিরা গুনাহ 
(২)। আবার এই মুভি গুলাতে বাধ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। 
(৩) যেখানে ইসলামের ফরয বিধান পর্দা এবং দৃষ্টি এবং নিষিদ্ধ জিনিস বাধ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে সেখানে ওই মুভি হালাল হয় কিভাবে? 

হোক সেটা নবি-রাসূলদের জীবনি নিয়ে মুভি। আপনি ইসলামি ইতিহাস জানতে চাইলে বই পড়ুন মুভি কেন দেখবেন? তাই এগুলাকে হারাম হিসাবে চিনুন, অন্যদিকে কেউ এগুলাকে হালাল হিসাবে চিনলে তার ঈমান চলে যাবে।

 এগুলা হারাম হিসাবে চিনে আপনি দেখলেও হয়ত হাশরের ময়দানে মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু হারামকে হালাল হিসাবে দেখলে মানুষ কাফের হয়ে যায়। কাজেই হারাম কে হারাম হিসাবে চিনুন। আর হালাল বলে প্রচার করবেন না।

 Reference :- (১) সূরা আহযাব ৩৩, সূরা নূর ৩১, (২)-সূরা নূর ৩০, (৩) মিশকাত ৪৩০৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu