gtag('config', 'G-H0D4LPN61P'); অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া কি জায়েজ?

অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া কি জায়েজ?

 অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া কি জায়েজ?

প্রশ্ন: এক ব্যক্তি হিন্দু মালিকের অধীন এ জব করে। সে হিন্দু মালিক প্রতি বছর ইফতার এর আয়োজন করেন। এখন সে কি হিন্দু মালিক এর আয়োজন কৃত ইফতারে অংশগ্রহণ করতে পারবে?

উত্তর:

কোন অমুসলিম যদি ইফতারের আয়োজন করে তাহলে তা মুসলিমদের খেতে কোনো আপত্তি নাই যদি তা নিরাপদ মনে হয়।

সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, বিভিন্ন সময় কাফির- মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে উপহার দিলে তিনি সেগুলো গ্রহণ করেছেন, তিনি ইহুদী মহিলা কর্তৃক প্রদত্ত জবেহ কৃত ছাগলের গোস্ত খেয়েছেন-যেটাতে বিষ মেশানো ছিল। (কিন্তু তিনি তা না জানার কারণে খেয়েছিলেন।) [সহীহ বুখারী ও মুসলিম], তিনি ইহুদির দাওয়াত কবুল করে তাদের বাড়িতে গিয়েও তাদের খাবার খেয়েছেন।

মোটকথা, কোনো অমুসলিম যদি ইফতার হিসেবে হালাল খাবারের ব্যবস্থা করে তাহলে মুসলিম রোজাদারদের জন্য তা খেতে কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ-যদি সেখানে খাওয়া নিরাপদ মনে হয়। কিন্তু যদি তাতে ক্ষতির আশঙ্কা করে তাহলে বিরত থাকা অপরিহার্য। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

(মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, সৌদি আরব)

দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সউদী আরব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu