আশুরার সিয়ামের গুরুত্ব ও ফজিলত কী?
আশুরার রোজা বিগত বছরের গুনাহ মোচন করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী:
“আমি আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করছি আরাফার রোজা বিগত বছর ও আগত বছরের গুনাহ মার্জনা করবে। আরও প্রত্যাশা করছি আশুরার রোজা বিগত বছরের গুনাহ মার্জনা করবে।”
[সহিহ মুসলিম (১১৬২)]
এটি আমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ একদিনের রোজার মাধ্যমে বিগত বছরের সব গুনাহ মার্জনা হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মহান অনুগ্রহকারী।
এ মাসের মধ্যে এমন একটি দিন আছে যাকে “আশূরার দিন” বলা হয়। যে দিনটিতে রোজা রাখলে বিগত এক বছরের পাপরাশি মোচন হয়। এ মাসে রোযা রাখার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ রমজান মাসের রোযার পরেপরেই শ্রেষ্ঠ রোযা হল আল্লাহর মাস মুহাররমের রোযা। আর ফরয নামাযের পরেপরেই শ্রেষ্ঠ নামায হল রাত্রের (তাহাজ্জুদের) নামায।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা)
✒✒✒✒✒
📚সূত্র: দো’আ যিকির প্রশ্নোত্তর গ্রুপ
✏️উত্তর প্রদানে: শাইখ মোঃ হযরত আলী।
মুহাদ্দিস, আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
0 মন্তব্যসমূহ