gtag('config', 'G-H0D4LPN61P'); বিদআতিদের পরিচয় ও আলমত

বিদআতিদের পরিচয় ও আলমত

 বিদআতিদের পরিচয় ও আলমত প্রসঙ্গে পূর্বসূরিদের ​কয়েকটি উক্তি​

বিদআতিদেরকে চেনার জন্য পূর্ববর্তী জগদ্বিখ্যাত আলেমগণ বিভিন্ন আলামতের কথা বলেছেন। নিম্নে তাদের বক্তব্যের আলোকে এ জাতীয় কিছু আলামত তুলে ধরা হল। এসব আলামত দেখে আমরা খুব সহজে আমাদের আশেপাশে অবস্থানকারী ইসলামের লেবাসধারী বিদআতিদেরকে চিনে নিতে পারব ইনশাআল্লাহ। 


✪ ১. আবু আইয়ুব সিখতিয়ানি রহ. [জন্ম: ৬৬-মৃত্যু: ১৩১ হি.] বলেন,

لا أعلم اليوم أحداً من أهل الأهواء يخاصم إلا بالمتشابه

"আমি আজ পর্যন্ত এমন একজনও প্রবৃত্তি পূজারী (বিদআতি)-এর ব্যাপারে জানি না, যে মুতাশাবিহ (অস্পষ্ট, জটিল ও ব্যাখ্যা স্বাপেক্ষ আয়াত বা হাদিস) ছাড়া ঝগড়া করে।"


✪ ২. কুতাইবা বিন সাঈদ [জন্ম: ১৫০ ও মৃত্যু: ২৪০ হি.] বলেন,


إذا رأيت الرجل يحب أهل الحديث فإنه على السنة, ومن خالف هذا فاعلم أنه مبتدع

"যখন কাউকে আহলে হাদিস (হাদিস বিশারদ ও হাদিসের অনুসারী)কে ভালবাসতে দেখবে তখন জেনে নিবে সে হল, সুন্নাহর অনুসারী আর যে এর বিরোধিতা করবে জেনে নিবে, সে বিদআতি।"


✪ ৩. আবু হাতিম আর রাযী [জন্ম: ১৭৭-মৃত্যু: ২৯৫হি.] বলেন,

علامة أهل البدع الوقيعة في أهل الأثر.

"আহলুল বিদআত (বিদআতের অনুসারী) এর আলামত হল, আহলুল আসার (হাদিসের অনুসারী)দের কুৎসা বর্ণনা করা।"


✪ ৪. ইমাম আল বারবাহারী [মৃত্যু: ৩২৯ হি.] বলেন,

إذا رأيت الرجل يطعن على أحد من أصحاب رسول الله ـ صلى الله عليه وسلم ـ فاعلم أنه صاحب قول سوء وهوى

"যখন কোন ব্যক্তিকে দেখবে যে, সাহাবিদের প্রতি আক্রমণাত্মক ও অপবাদ মূলক কথা বলছে তখন জেনে নাও যে, সে হল, খারাপ কথার মানুষ এবং প্রবৃত্তির অনুসারী (বিদাআতি)।"


● তিনি আরও বলেন,

إذا سمعت الرجل يطعن على الآثار, أو يرد الآثار, أو يريد غير الآثار , فاتهمه على الإسلام, ولا تشك أنه صاحب هوى مبتدع

"যখন কারো ব্যাপারে শুনবে যে, সে আসার (রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিস, সাহাবিদের উক্তি, অভিমত ইত্যাদি) কে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করছে বা আসারের জবাব দিচ্ছে বা আসার ছাড়া অন্য কিছু চাচ্ছে তখন তার ইসলামকেই অভিযুক্ত করো। আর এ ব্যাপারে কোনও সন্দেহ করো না যে, সে হল, প্রবৃত্তি পূজারী (বিদআতি)।"


● তিনি আরও বলেন,

إذا رأيت الرجل يدعو على السلطان فاعلم أنه صاحب هوى

"যখন তুমি দেখবে, কোন ব্যক্তি সুলতান (মুসলিম শাসক)-এর উপর বদদুআ করছে তখন জেনে নাও যে, সে ব্যক্তি হল প্রবৃত্তি পূজারী (বিদআতি)।"


✪ ৫. ইমাম আবু উসমান আস সাবুনি [জন্ম: ৩৭৩ ও মৃত্যু: ৪৪৯ হি.] বলেন,

علامات البدع على أهلها بادية ظاهرة، وأظهر آياتهم وعلاماتهم: شدة معاداتهم لحملة أخبار النبي –صلى الله عليه وسلم- واحتقارهم واستخفافهم بهم [عقيدة السلف:101]


"বিদআতিদের উপর বিদআতের আলামত অত্যন্ত সুস্পষ্ট। তাদের সবচেয়ে স্পষ্ট আলামত হল, তারা নবী সা: -এর হাদিসের ধারক-বাহকদের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করে এবং তাদেরকে হেয় ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।" [আকিদাতুস সালাফ ১০১]


✪ ৬. ইবনুল কাত্তান [জন্ম: ৫৬২ ও মৃত্যু: ৬২৮ হি.] বলেন,

ليس في الدنيا مبتدع إلا وهو يبغض أهل الحديث

"দুনিয়াতে এমন কোনও বিদআতি নাই যে, আহলুল হাদিস (হাদিস বিশারদ ও হাদিসের অনুসারী)দের প্রতি বিদ্বেষ পোষণ করে না।"

Collected from Abdullahil hadi

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu